আসসালামু আলাইকুম! পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় একটি মোবাইল অ্যাপ। যেখানে বঙ্গবন্ধুর জীবনী বাংলা রচনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা, বিজয় দিবস রচনা সহ অ্যাপসটি তে রয়েছে দুই শতাধিকের উপর বাংলা রচনা।
তাই প্রথমেই অনুরোধ করবো আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন। তাহলে আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। আর আজকে যে অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করে চলেছি, তার নাম: বাংলা রচনা সমগ্র। যাইহোক! চলুন তাহলে মূল আর্টিকেল এ প্রবেশ করা যাক।
বাংলা রচনা সমগ্র কি?
এটি বাংলা ভাষার উপর নির্মিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা বিশেষ এক মোবাইল অ্যাপ। ছোট্ট এই অ্যাপের সহযোগিতায় জানা যাবে বঙ্গবন্ধুর জীবনী বাংলা রচনা কিংবা বিজয় দিবস রচনা এর মত প্রায় দুই শতাধিক বাংলা রচনা। অ্যাপসটির সমস্ত রচনাগুলো বিভিন্ন বই থেকে সংগ্রহ করা। তাই এখানে যতগুলো রচনা রয়েছে তা সম্পূর্ণরূপে অথেন্টিক এবং এমনভাবে সাজানো হয়েছে যেন, প্রতিটি ছাত্র-ছাত্রী খুব ভালোভাবে রচনাগুলো বুঝতে কিংবা লিখতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন বাংলা রচনা সমগ্র অ্যাপস টি:
• প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর খুঁজে বের করুন আপনার কাঙ্খিত রচনা এবং ভিউ করে অথবা কপি করে অন্য কোনো জায়গায় নিয়ে পড়ুন।
অ্যাপসটি এই মুহূর্তে শুধুমাত্র প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তবে আগামীতে অ্যাপ স্টোরে আসার সম্ভাবনা রয়েছে।
বাংলা রচনা সমগ্র অ্যাপসটির ভালো দিক বা বৈশিষ্ট্য:
• দুই শতাধিকের বেশি সাবলীল এবং সহজ ভাষায় লেখা বাংলা রচনা পাবার সুবিধা। তাদের মধ্যে উল্লেখযোগ্য: বঙ্গবন্ধুর জীবনী বাংলা রচনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা, বিজয় দিবস রচনা, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইভটিজিং, এইডস ইত্যাদ।
• ইউজার ফ্রেন্ডলি এবং নিট এন্ড ক্লিন ডিজাইন।
• এট্রেক্টিভ কালার কম্বিনেশন।
বাংলা রচনা সমগ্র অ্যাপসটির খারাপ দিক:
• থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।
• রচনা খোঁজার কোন উইজেট অর্থাৎ সার্চ বাটন নেই।
বাংলা রচনা সমগ্র অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি যেহেতু শুধুমাত্র পাওয়া যাচ্ছে প্লে স্টোরে, তাই নিচে প্লে স্টোর রেটিং এবং রিভিউ দেওয়া হল:
রেটিং: 4.0/5
রিভিউ: 100+
ডাউনলোড সংখ্যা: 50K+
শেষ কথা:
উল্লেখিত মোবাইল অ্যাপসটি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। এর যথেষ্ট পরিমাণ কারণও রয়েছে, আর কি কারন রয়েছে তা হয়তো আপনারা ইতিমধ্যে উপরে জানতে পেরেছেন। তাই দেরি না করে এখনই শেয়ার করা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এবং আপনার বাচ্চাকে রচনা লিখতে সহযোগিতা করুন। ধন্যবাদ