ছোট বেলার কথা মনে করিয়ে দিবে এই গেমস

আগে কার দিনে কেরাম কিংবা বোর্ড গেম গুলো অফলাইনে খেলা হলেও, এখন তা স্মার্টফোন এবং কম্পিউটারে খেলা হচ্ছে। আর এজন্য অফলাইনের বোর্ড গেম গুলো প্রতিনিয়ত বিলুপ্তের পথে হারিয়ে যাচ্ছে।

যাইহোক! আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, অনলাইনে কেরাম বোর্ড খেলার জনপ্রিয় একটি মোবাইল গেমস। হয়তো গেমসটি খেলার পর, আপনি হুবহু অফলাইন এর মত মজা না পেলেও, পাবেন আপনি হারিয়ে যাওয়া শৈশব। গেমসটির নাম: Carrom Pool.

Carrom Pool কি?

এটি প্লে স্টোরে থাকা বোর্ড গেম গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ভিত্তিক কেরাম গেমস। যা পৃথিবীর শীর্ষে থাকা গেম নির্মাতা প্রতিষ্ঠান Miniclip এর ডেভলপ করা একটি গেম। Miniclip এর আগেও 8 Ball Poll, Mini Militia, Basketball Starts এবং Football Strike এর মত গেম তৈরি করেছে। Carrom Pool একটি মাল্টিপ্লেয়ার গেম অর্থাৎ আপনি আপনার বন্ধু-বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে একসাথে কেরাম খেলার অভিজ্ঞতা নিতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন Carrom Pool:

  • প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী গেমসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
  • এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগল প্লে একাউন্ট এর সঙ্গে গেমসটি কানেক্ট করুন।
  • এরপর Disc Pool, FreeStyle কিংবা Carrom সিলেক্ট করে মাল্টিপ্লেয়ার মোডে গেম খেলুন।

ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে গেমসটি কানেক্ট করার ফলে, আপনার ফেসবুকে থাকা সকল প্লেয়ারদের দেখতে পাবেন এবং তাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার মোডে গেম খেলতে পারবেন।

Carrom Pool এর সুবিধাসমুহ বা বৈশিষ্ট্য:

  • দুই জন প্লেয়ার এর মাধ্যেমে মাল্টিপ্লেয়ার মোডে গেম খেলার সুবিধা।
  • প্রতিদিন ফ্রীতে কয়েন, ডায়মন্ড, লাকি শট এবং অন্যান্য এলিমেন্ট পাবার সুবিধা।
  • পৃথিবীর সকল দেশের প্লেয়ারদের সাথে গেম খেলার সুবিধা।
  • অফলাইন মোড এ গেম খেলার সুবিধা।

গেমসটির স্পেসিফিকভাবে কোন সুযোগ সুবিধা নেই। তবে এই গেমস খেলার মাধ্যমে, আপনি আপনার শৈশবকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এতোটুকু নিশ্চিত থাকুন।

Carrom Pool এর খারাপ দিক:

থার্ড পার্টি এডভার্টাইজিং এর দেখা মিলবে। তবে আপনি যদি carrom pool mod apk unlimited coins and gems download করে ব্যাবহার করেন। তাহলে এই সমস্যার সম্মুখীন আপনি হবেন না।

Carrom Pool এর ডিজাইন বা ইউজার ইন্টারফেস:

ডিজাইন নিয়ে বেশি কিছু বলবো না। কারণ, আপনারা যারা ইতিমধ্যে 8 Ball Poll, Mini Militia, Basketball Starts এবং Football Strike এর মত গেমগুলো খেলেছেন। তারা হয়তো ভালো করে জানেন যে, Miniclip এর গেম গুলো কতটা অপটিমাইজ এবং ইউজার ফ্রেন্ডলী। তারপরও বলতে চাই, এই গেমের ইউজার ইন্টারফেস, ডিজাইন এবং অপটিমাইজ ক্ষমতা অন্যান্য বোর্ড গেমের তুলনায় বেশ এগিয়ে। যা আপনি খেলে বুঝতে পারবেন, ইনশাআল্লাহ।

Carrom Pool এর রেটিং এবং রিভিউ:

প্লে স্টোরে 4.1/5 এবং অ্যাপ স্টোরে 4.6/5 রেটিং সহ দুইটি প্লাটফর্মে 4 মিলিয়ন এর অধিক রিভিউ রয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন Carrom Pool:

গেমসটি সরাসরি ডাউনলোড করতে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে Carrom Pool লিখে সার্চ করুন। এছাড়াও চাইলে নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করতে পারেন।
অ্যাপ স্টোর (আইওএস) প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

Carrom pool mod apk latest version বা carrom pool mod apk unlimited coins and gems download করতে ইউটিউব কিংবা গুগল এর শরণাপন্ন হন। এর ফলে গেমের ভিতর পেয়ে যাবেন আনলিমিটেড কয়েন, ডায়মন্ড এবং অন্যান্য এলিমেন্ট।

শেষ কথা:

এই গেমসটি শুধুমাত্র একটি গেম ই নয় বরং শৈশবকে খুব কাছ থেকে দেখতে বেশ হেল্পফুল। তাই আমি বলতে চাই, আপনি যদি এখনও পর্যন্ত গেমসটির না খেলে থাকেন। তাহলে এখনি ডাউনলোড করুন আর উপভোগ করুন, হারিয়ে যাওয়া শৈশবকে। ওহ হ্যা! carrom pool mod apk latest version বা carrom pool mod apk unlimited coins and gems download করার বিষয়টি, এই আর্টিকেলে উল্লেখ না করতে পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ধন্যবাদ

Check Also

অনলাইনে জমির রেকর্ড যাচাই করুন ১ মিনিটে

বাংলাদেশে জমির রেকর্ড যাচাই করা একটি সহজ প্রক্রিয়া। এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি মাত্র ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *